‘কৃত্রিম সংকট তৈরি করে একটি পক্ষ চালের দাম বাড়িয়ে চলছে’
মিথ্যাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে একটি পক্ষ দেশে চালের দাম বাড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, প্রতিদিন ইফতারের সময় মিথ্যাচার করা হচ্ছে। এইসব ইফতারের অনুষ্ঠানে একদিন যদি চালের দাম ৪০ টাকা বলা হয়, পরের দিনই তা বলা হচ্ছে ৫০ টাকা, তারপর দিনই ৬০ টাকা।
মঙ্গলবার জাতীয় সংসদের ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশে কৃত্রিম খাদ্য সংকটের মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে। দেশের কোথাও খাদ্য সংকট নেই। কোথাও খাবারের অভাবে মানুষ মারা গেছে বলেও কেউ শোনেনি। হাওরে এত বড় বিপর্যয় ঘটার পরও সরকারের পদক্ষেপের কারণে কোনো বিপর্যয় ঘটে নাই। সরকার সবকিছু নিয়ে হাওরবাসীর পাশে দাঁড়িয়েছে।
খালিদ বলেন, এ বাজেট দেশের উন্নয়নকে জোরদার করবে এবং আগামীতে বাংলাদেশের মানুষের জন্য নির্দিষ্ট করবে।
এইউএ/বিএ