মওদুদের সঙ্গে দেখা করে গেলেন খালেদা


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৭ জুন ২০১৭

বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতারি শেষ করেই দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে দেখা করতে গুলশানের ১৫৯ নম্বর বাড়ির সামনে আসেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় ১০ মিনিট মওদুদের পাশে অবস্থান করে বাসায় চলে যান তিনি।

বুধবার রাত পৌনে ৮টায় খালেদা জিয়া মওদুদের সঙ্গে দেখা করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আইনজীবী নেতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী প্রমুখ মওদুদ আহমদের সঙ্গে দেখা করতে আসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ব্যারিস্টার মওদুদ আহমদকে বিনা নোটিশে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। রাজনৈতিকভাবে ও আইনি প্রক্রিয়ায় এসব মোকাবেলার কথা জানান বিএনপি মহাসচিব।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।