রাত্রে ফুটপাতে শুয়ে থাকব : মওদুদ


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৭ জুন ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে রাজউক। বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।

অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এখন কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী করব, কী বা করার আছে, আমাদের মতো সাধারণ নাগরিকদের কী করার আছে এই বেঅাইনি শক্তির বিরুদ্ধে। রাত্রে ফুটপাতে শুয়ে থাকব।’

Moudud

বাড়ি উচ্ছেদকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। নিশ্চয়ই আমি আইনের আশ্রয় নেব।’ তিনি আরও বলেন, ‘মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়।’

এদিকে মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গুলশান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। রাজউকের লোকজনের উচ্ছেদ অভিযান দেখতে সাধারণ মানুষও বাড়িটির পাশে ভিড় জমিয়েছে। রাজউকের দুটি ট্রাকে করে ওই বাড়ির আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

Mahbub

তবে তার বাসা থেকে মালামাল রাজউক কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কিছুই জানাতে পারেননি ব্যারিস্টার মওদুদ।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।