লতিফুর রহমানের মৃত্যুতে শূন্যতা সৃষ্টি হয়েছে : ফখরুল


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৬ জুন ২০১৭
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের মৃত্যুতে দেশে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। বিচার বিভাগে তার অনেক অবদান রয়েছে। মঙ্গলবার মরহুমের জানাজা শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কাজ করে গেছেন। তার নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এর আগে সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের ২০০১ সালের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের জানাজা বেলা পৌনে ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার মরদেহ বনানী কবর স্থানে দাফন করা হবে বলে জানান মরহুমের শ্যালক শামসুল হুদা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি লতিফুর রহমান। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।

এফএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।