নারায়ণগঞ্জে দুটি শিল্প কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বিকেলে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিউশন কোম্পানি এ অভিযান চালায়।
তিতাস গ্যাসের যাত্রামুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জাগো নিউজকে জানান, উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকাতে ভূইয়া টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং কারখানা ও শিবপুরে একটি ঢালাই কারখানা হতে অবৈধ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ দুটি কারখানা অনুমোদন ছাড়াই এ গ্যাস সংযোগ ব্যবহার করে বিপুল অংকের টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছিল।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এসময় আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক, আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাৎ হোসেন/এমএএস/আরআই