সালাহউদ্দিনের খোঁজ মেলায় ফুরফুরে মেজাজে আ.লীগ
বিএনপির যুগ্ন-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ মেলায় বেশ ফুরফুরে মেজাজে আছে সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ। রাজনীতির এমন সময়ে সালাহউদ্দিনের আহমেদের খোঁজ মেলায় ইতিবাচক ফলাফল সরকারের পক্ষে যাবে বলেই মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এই ঘটনাকে সরকারের জন্য টার্মকার্ড মনে করছেন। তিনি জাগো নিউজকে বলেন, গুম ও নিখোঁজের ঘটনায় সরকার বিবৃত এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমন সময় বিএনপি’র অন্যতম নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান মেলায় সরকার স্বস্তিতে।
গত ১০ মার্চ রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে তার স্ত্রী দাবি করেন। বিএনপি’র ডাকা হরতাল-অবরোধের সময় এই নেতার নিখোঁজের ঘটনায় সরকার বেশ চাপের মুখে পড়ে। দেশি-বিদেশি নানা সংগঠন উদ্বেগ জানিয়ে বিবৃতিও দেয়। বিএনপি এর জন্য র্যাব এবং গোয়েন্দা বাহিনীকে দায়ী করতে থাকে। এমনকি বিরোধিদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনায় র্যাবকে দায়ী করে বক্তব্য দেন। এছাড়া সালাহউদ্দিন আহমেদের সন্ধানে আদালত থেকেও রুল জারি করা হয়।
তবে র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী সালাহউদ্দিন আহমেদকে আটকের কথা প্রথম থেকেই অস্বীকার করতে আসছে। টানা দুই মাস নিখোঁজ থাকার পর গত ১২ মে ভারতের মেঘালয়ে খোঁজ মেলে সালাহউদ্দিন আহমেদের।
এদিকে সালাহউদ্দিন আহমেদের খোঁজ মেলায় সরকার আপতত কিছুটা স্বস্তিতে। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে খালেদা জিয়া যখন ব্যর্থ তখন সংকট বাড়ানোর জন্য তিনি সালাহউদ্দিন আহমেদকে গোপন করেছিলেন। খালেদা জিয়ার এই ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গেছে। তার থলের বিড়াল বেরিয়ে এসেছে।
জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা আরো বলেন, বিএনপির সব খেলা একে একে ফুরিয়ে আসছে। তাদের প্রদীপ এখন নিভু নিভু। নিজেরা আত্মগোপনে গিয়ে সরকারকে ফাঁসানোর চেষ্টা করছেন। আত্মগোপন করার নাটক সাজিয়ে বিএনপি গুম, খুন ও নিখোঁজের অভিযোগ এনে সরকারকে বেকায়দায় ফেলানোর অপচেষ্টা করছে।
সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়া বুঝতে পারেননি, যে নাটক করে, মিথ্যাচার করে রাজনীতিতে সুবিধা করা যায় না। মিথ্যার রাজনীতি পরিহার না করলে বিএনপি নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। আত্মগোপন করে সাময়িক সুবিধা নেয়া গেলেও সত্য বেরিয়ে আসবেই। সত্য চিরন্তন। সত্যের ওপর ভর করে রাজনীতি করি বলেই আওয়ামী লীগ আজ গণমানুষের দল।
উল্লেখ্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গত ১১ মে সোমবার সকালে মেঘালয়ের শিলং শহরের রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরার সময় গলফ লিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। পরে তাকে মেঘালয় ইনিস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সেস (মিমহ্যান্স) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেই হাসপাতালেই রয়েছেন।
# সালাহউদ্দিন সুস্থ আছেন : বাংলাদেশি পর্যটক
এএসএস/আরএস/আরআই