‘সরকারের পালাই পালাই ভাব’


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৫ জুন ২০১৭
ফাইল ছবি

ক্ষমতায় থাকতে পারবে না জেনেই সরকারের মন্ত্রী-এমপিদের মধ্যে ‘পালাই পালাই ভাব’ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, যদি আপনারা (আওয়ামী লীগ) পালানোর পথ খুঁজতে চান, তাহলে বিএনপির সঙ্গে যোগাযোগ করুন। বিএনপি আপনাদের পালানোর পথ খুঁজে বের করে দেবে।

সোমবার দুপুরে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে দেশপ্রেমিক ফোরাম।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে আসলেই পালাতে হবে। কারণ, সামনে বিএনপির যে আন্দোলন আসছে, সেই আন্দোলনের ধাক্কা সামাল দেয়া আওয়ামী লীগের দ্বারা সম্ভব হবে না।

যথাযথ নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, হত্যা-গুম-খুন-গ্রেফতার-টাকা লুট করে কোনো লাভ হবে না। গুম-খুন-গ্রেফতার প্রক্রিয়া বিএনপির কাছে এখন অকেজো হয়ে গেছে। একটি কথা স্পষ্ট প্রতিটি কাজের জবাবদিহি এই সরকারকে করতে হবে। তাই আগামী দিনে একটি যথাযথ নির্বাচনের উদ্যোগ নিন। অন্যথায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের জনগণ সরকারকে বাধ্য করবে।

প্রয়োজনে সংসদে আলোচনার মাধ্যমে বাজেটের সমস্যা ঠিক করা হবে বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনায় বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিও বাজেট দিয়েছে তাই জানি বাজেট কিভাবে দিতে হয়। প্রশ্ন দেখা দিয়েছে তাহলে আপনারা বাজেট পেশ করার আগে কেন আলোচনা করেননি?

আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।