পেশাজীবী-বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৪ জুন ২০১৭

পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা`র (আইসিসিবি) নবরাত্রি হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার রফিকুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম আতিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মোস্তাহিদুর রহমান, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ, মোস্তফা কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এফবিসিসিআই পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, বিজিএমইএ’র সহ-সভাপতি মাহমুদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার।

নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আযাদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশের) সভাপতি শওকত মাহমুদ, দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, অভিনেত্রী রিনা খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

রেডিও টুডের বার্তা সম্পাদক ইমামুল হক শামিম, বেসরকারি টেলিভিশন এনটিভি`র হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল, প্রধান বার্তা সম্পাদক জহিরুল ইসলাম, বৈশাখী টিভির সিনিয়র নিউজ এডিটর জয় প্রকাশ, অ্যাসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজ, ব্রেকিংনিউজ.কম. বিডি’র প্রকাশক ও সম্পাদক মো. মাইনুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিল রওশন জিন্নান আরা নাজনিন, অধ্যাপক তাহমিনা আকতার টফি, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন খান। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ শাহজাহান, এস এম ফজলুল হক।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ জেড এম জাহিদ, উপদেষ্টা আবদুস সালাম, আইন বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল প্রমুখ।

জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি গীতিকবি মনিরুজ্জামান মনির, সংগীত শিল্পী হাসান চৌধুরী, সংগীত পরিচালক ইথুন বাবু প্রমুখ। জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আযম খান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।