মুসলমানদের জঙ্গিবাদবিরোধী অবস্থান নেয়ার আহ্বান


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৩ জুন ২০১৭

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ মুসলমানদের রমজানের আদর্শ ধারণ করে জঙ্গিবাদবিরোধী অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার ঢাকার স্থানীয় একটি হোটেলে জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

মোহাম্মদ বেলালী ইসলামী উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের সদস্যরা।

এইচএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।