পকেট ভারী করতে চাল আমদানি করছে সরকার : বিএনপি
দলীয় লোকদের পকেট ভারী করতেই সরকার চাল আমদানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, সরকার দেশে খাদ্য ঘাটতি নেই বলে দাবি করলেও গত বছরের তুলনায় এ বছর চারগুণ বেশি চাল আমদানি করা হয়েছে। দেশে কৃষকরা চালের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা উৎপাদন বিমূখ হচ্ছে। ফলে দেশ হুমকির মুখে পড়বে।
ডিএমপি কার্যালয়ের সামনে ছাত্রীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী নারী। এমনকি স্পীকার ও বিচারপতিদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও নারীরা রয়েছেন। নারীদের উপর পুলিশি হামলা লজ্জাজনক ও নেক্কারজনক।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আরো সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এ রকম ঘটনা দেশের ইমেজকে ম্লান করে দেয়।
আসাদুজ্জামান রিপন বলেন, রাজনৈতিক পরিচয় থাকার কারণে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদেরকে বিদেশ গমনে বাধা দেয়া হচ্ছে। এ রকম ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।
এমএম/আরএস/আরআইপি