রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৯ মে ২০১৭
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার প্রথমদিন বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে থেকে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করবেন খালেদা জিয়া। এরপর ২৪টি স্পটে তিনি এসব সামগ্রী দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করবেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

দ্বিতীয় দিন বুধবার ১৬টি স্পটে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া। এদিন গুলশানের ডিএনসিসি মার্কেট থেকে তা শুরু হবে।

এমএম/জেডএ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।