মন্দ নারীর বডিগার্ড মৌসুমী


প্রকাশিত: ১০:১২ এএম, ১১ মে ২০১৫

লাক্স সুন্দরী হিসেবে শোবিজে যাত্রা শুরু। মডেলিং ও নাটকের অভিনয় দিয়ে প্রমাণ করেছেন নিজের যোগ্যতার। এবার তিনি ব্যস্ত হয়ে উঠছেন চলচ্চিত্রে।

বলছি হালের ক্রেজ মৌসুমী হামিদের কথা। সম্প্রতি ‘শোধ প্রতিশোধ`’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। এখানে মৌসুমীকে দেখা যাবে বডিগার্ডের ভূমিকায়।

ফিরোজ খান প্রিন্সের পরিচালনায় এ ছবিতে মৌসুমীর বিপরীতে থাকবেন মারখুটে চিত্রনায়ক কাজী মারুফ।

নির্মাতা সূত্রে জানা গেছে ১১ মে, সোমবার সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ ছবি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘ছবিতে আমি একজন মন্দ নারীর বডিগার্ড থাকি। কিন্তু তার মন্দ কাজকে মন থেকে সায় দিতে পারিনা। এদিকে কাজী মারুফ একই অফিসে যোগদান করেন। মূলত অফিসটি এক সময় মারুফের বাবার ছিল। কিন্তু মারুফের বাবাকে তারা মেরে ফেলে এবং সব সম্পত্তি ভোগদখল করতে থাকেন আমার মালিক নারীটি।



মারুফ তার বাবার হত্যার বদলা নিতে চাইলে আমি তাকে সহায়তা করি। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প।’

এদিকে আগামী ৭ আগস্ট ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মৌসুমীর। অ্যাকশন ঘরানোর ছবিটি নিয়ে তিনি ব্যাপক আশাবাদী। ছবির ‘লাভ মানে কি’ শিরোমানের একটি গান এরই মাঝে ইউটিউব দুনিয়ায় ঝড় তুলেছে। এতে পারফর্ম করেছেন মৌসুমী ও ছবিটির নায়ক সাইমন সাদিক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।