বিজয় নগরে ভবন ধসের গুজব!


প্রকাশিত: ০৮:১২ এএম, ১১ মে ২০১৫

সোমবার সকালে রাজধনীর বিজয় নগরে ভবন ধসের খবর পাওয়া গেলেও একে গুজব বলেছেন ফায়ার সার্ভিস ও পল্টন থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা জাগো নিউজকে গুজবের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পল্টনের বিজয়নগরের ৭২ নম্বর ভবনের নিচে গ্যাস লাইনে কিছুটা সমস্যা দেখা দেয়। এসময় সেখানকার লোকজন ভবনটি ধসে যাচ্ছে বলে গুজব ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এবিষয়টি কন্ট্রোল রুমে নিশ্চিত করেন।

এবিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, গ্যাসের লাইনে সামান্য ত্রুটি দেখা যায় তবে আতংকগ্রস্ত মানুষ একে ভবন ধস মনে করে। তবে এটি গুজব।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।