সরকার জনগণকে ম্যাজিক দেখাচ্ছে : ফখরুল


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৬ মে ২০১৭
ফাইল ছবি

অর্থনীতি নিয়ে সরকার জনগণকে ম্যাজিক দেখাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের বাজেট পেশ করার নৈতিক কোনো ভিত্তি নেই। কারণ এ সরকার নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রাক বাজেট ২০১৭-১৮ শীর্ষক আলোচনার আয়োজন করে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতিকে লুট করার জন্য যা করা দরকার এ সরকার তাই করছে। অর্থনীতি এখন একটি লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছে। দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। অর্থনীতিকে সু-পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এ ধ্বংসের উদ্যোগ শুরু হয়েছিল ১/১১ সরকারের আমল থেকে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসার উদ্যোগ নেবে না।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।

এমএম/জেডএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।