‘গুলশান কার্যালয় আগুন-সন্ত্রাসের প্রতীক’


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৪ মে ২০১৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়কে আগুন-সন্ত্রাস ও মানুষ পোড়ানোর প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘বিএনপির কার্যালয় গণতন্ত্রের প্রতীক, খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলনের এক নম্বর নেতা’ মির্জা ফখরুলের ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। শুধু মানুষ নয় পশু-পাখি, গাছপালাও পুড়িয়ে মেরেছেন তিনি। গুলশান কার্যালয়ে বসেই টানা ৯২দিন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার নির্দেশ দিয়েছেন। সুতরাং এটি গণতন্ত্রের প্রতীক নয়, আগুন দিয়ে মানুষ পোড়ানোর প্রতীক।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলার পথে বহুদূর এগিয়ে গেছে। খাদ্য ঘাটতির জায়গায় অন্যদের খাদ্য সহায়তা দেয়ার সক্ষমতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতাবিরোধীরা এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।