সৌদি জোটে অংশ নিলে বিপদে পড়তে পারে বাংলাদেশ : বাম মোর্চা
জঙ্গিবাদবিরোধী মোর্চার নামে মার্কিন সমর্থিত সৌদি সামরিক জোটে বাংলাদেশের অংশ গ্রহণের বিরোধিতা করেছে বাম গণতান্ত্রিক মোর্চা।
সোমবার এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক মোর্চা নেতৃবৃন্দ সৌদি আরবে `আরব ইসলামিক আমেরিকান` সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান ও `ইসলামী সামরিক জোটে` বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালনের ঘোষণায় উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, `অনির্বাচিত` মহাজোট সরকার সৌদি আরব ও মার্কিনিদের খুশি করতে এবং ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে এই জোটে যোগ দিয়েছে। এর মাধ্যমে সৌদি আরবের আঞ্চলিক আধিপত্য বিস্তারের ও মার্কিন সাম্রাজ্যবাদী অপতৎপরতার শরিকে পরিণত হয়ে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশ`।
মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, সাইফুল হক, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু এবং হামিদুল হক স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, `এই সম্মেলন ও জোটে যোগদানের পেছনে জনগণ ও দেশের কোনো স্বার্থ নেই। মহাজোট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ ও আঞ্চলিক দ্বন্দ্বে বাংলাদেশকে যুক্ত করার বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হতে হবে।`
এমএমজেড/জেআইএম