নীতি-নির্ধারকদের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক খালেদার


প্রকাশিত: ০৬:০২ পিএম, ২১ মে ২০১৭

দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টানা প্রায় দুই ঘণ্টা বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাত ৯টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়ে রাত ১১টা ২২ মিনিটে শেষ হয়।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলের ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে শনিবার সকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি ছাড়াও দল পুনর্গঠনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এমএম/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।