স্থল সীমান্ত বিল পাস দু’দেশের বলিষ্ঠ পদক্ষেপ : ইনু


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৮ মে ২০১৫

ভারত ও বাংলাদেশের মধ্যকার বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি বিলের অনুমোদনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এটিকে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়ের নিষ্পত্তিতে একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

বিলটি ভারতের মন্ত্রিসভা ও রাজ্যসভায় অনুমোদনের পর বৃহস্পতিবার লোকসভায় অনুমোদিত হওয়ায় এ প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু আশা প্রকাশ করে বলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ছিটমহল সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দু’দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদ-নদীর পানি বন্টন, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়েও যৌথ ও সমন্বিত কার্যক্রম এগিয়ে যাবার পথ সুগম হবে। শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।