ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৭ মে ২০১৫

ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসতাপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন (১০) ও বেবিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোশাররফ হোসেন (১৪), হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামের কৃষক জমশেদ আলী (৫০) ও কুড়ুয়াপাড়া গ্রামের রুবেল (৩২) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দমারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন (৬০)।

ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক বজ্রপাতে ওই দুই ছাত্র মারা যায় এবং আহত হয় আরো ৩ জন। হতাহতরা সকলেই বাড়ির বারান্দায় ও উঠানে ছিল।

এদিকে, হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান আহম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো ৩ জন। ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি জানান, হতাহতরা সকলেই বাড়ির আঙ্গিনায় ও মাঠে কাজ করছিল।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, বেলা ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে দমারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন(৬০) মারা যায়। আহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার কইচাপুর ইউনিয়নের বড় খালেরপাড় গ্রামের নুরজাহান (৩০), গাঙ্গিনারপাড় গ্রামের আইমনা খাতুন (২৮), নড়াইল ইউনিয়নের কিসমত, নড়াইল গ্রামের আইছিন আক্তার (১১) এবং ধোবাউড়া উপজেলার নিহত দেলোয়ারের বোন রহিমা খাতুন (৮), চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৩২) ও পঞ্চনন্দপুরের হারুনুর রশিদ (৪৫)। এদের মধ্যে ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন ও পঞ্চনন্দপুরের হারুনুর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাউল করিম খোকন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।