জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তার সঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আমন উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্যা বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রহমান তালুকদার, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। এ ছাড়া পুষ্পস্তবকের সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।