শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৭ মে ২০১৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। চলবে শনিবার বিকেল পর্যন্ত।  

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন বিশ্ববিদ্যায় ও কলেজের উপাধ্যক্ষ শফিউল আলম চৌধুরী। সাংবাদিক ও প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচায়নায় উদ্বোধনী পর্বে সভাপত্বি করেন ক্লাবের সভাপতি মো.আব্দুর রকিব।

এসময় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল এবং সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।

প্রশিক্ষক দুইজন হলেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মোস্তাফিজ ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক নাসিমুল হাসান। এ প্রশিক্ষণে বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।