আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আ.লীগ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩১ আগস্ট ২০১৪

নির্বাচন কমিশনে দলীয় আয়-ব্যয়ের হিসাব রবিবার জমা দিয়েছে আওয়ামী লীগ। হিসাব অনুযায়ী, ২০১৩ সালে আওয়ামী লীগের মোট আয় হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকা।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব জেসমিন টুলির কাছে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস হিসাবটি জমা দেন।

মৃণাল কান্তি দাস বলেন, ‘২০১৩ সালে আমাদের মোট আয় হয়েছে ১২ কোটি ৪০ লাখের মতো। মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৭০ লাখের মতো। মনোনয়ন ফরম বিক্রি, বিভিন্ন সদস্য, নির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও সংসদ সদস্যদের চাঁদা, মঞ্জুরি ফি, দলীয় সাময়িকী বিক্রি, পুরনো কাগজ বিক্রি, নেতাকর্মীদের অনুদান প্রভৃতি থেকে এ আয় হয়েছে।’

তিনি বলেন, ‘কর্মচারীদের বেতন, গ্যাস-পানি-বিদ্যুৎ-টেলিফোন বিল, ত্রাণ কার্যক্রম, দলীয় প্রচার-প্রচারণা, পোস্টার, ব্যানার, মাইকিং, জনসভা, নির্বাচনী জনসংযোগ প্রভৃতি খাতে এ ব্যয় হয়েছে।’

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে আমরা ২৬টি দলের আয়-ব্যয়ের হিসেবে পেয়েছি। সময় বাড়ানোর পর আওয়ামী লীগসহ ৯টি দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। চারটি দল এখনও কমিশনে হিসাব জমা দেয়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।