১৪ দলে ভিড়তে চায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ


প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৩ মে ২০১৭

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামের আরেকটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে চায়।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত হতে দেখা গেছে।

দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জোবায়ের বলেন, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেবো। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছিলেন।

এ বিষয়ে পরে মোহাম্মদ নাসিম বলেন, আজ ইসলামিক ফ্রন্টের দুই নেতা আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন। তারা ১৪ দলের সঙ্গে থেকে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। গঠনতন্ত্র, ঘোষণাপত্র এবং আদর্শ-উদ্দেশ্য দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই তারা কাজ করতে চান। দলের সভাপতি শেখ হাসিনাকে এইসব ব্যাপারে আমরা জানাবো তিনি মতামত দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নাসিম বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। কেউ কাজ করতে চাইলে এবং আমাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক না হলে আমরা তাদের স্বাগত জানাবো। তবে জোটের নামের কোনো পরিবর্তন হবে না। কারণ ১৪ দল একটা ব্র্যান্ড।

এইউএ/এনএফ/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।