রাজনীতি করার অধিকার নেই জামায়াতের : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৫ মে ২০১৫
ফাইল ছবি

জামায়াত যুদ্ধাপরাধ করেও ক্ষমা চায়নি, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার ঢাকা রির্পোটার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতাযোদ্ধা অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সাংগঠনিকভাবে যুদ্ধাপরাধ করেছে। অথচ তারা এখনও পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি। তাই জামায়াত এ দেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর, দেশে বিদেশে যারা মুক্তিযোদ্ধাদের হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ব্রিটিশ আইনজীবী মুক্তিযোদ্ধাদের প্রতি রবার্টসনের অবমাননাকর বক্তব্যটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে। যেহেতু তিনি বিদেশি নাগরিক তাই তার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, একজন বিদেশি নাগরিক কিভাবে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এসব কথা বলে, এতো ধৃষ্টতা ও স্পর্ধা সে কোথায় পায়।

দেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আ ক ম মোজাম্মেল হক বলেন, সারাবিশ্বে কোন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃতুদণ্ড দেয়া হয়, যাবজ্জীবন নয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী ও ফোরাম এর মহাসচিব মো. জামাল উদ্দিন শিকদার।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।