‘সন্ত্রাসী দলের তকমা থেকে বের হতেই ভিশন-২০৩০’


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১২ মে ২০১৭

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা দেখেছি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি সারাদেশে নৈরাজ্য চালিয়েছিল। তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল। এসব কারণে তাদের (বিএনপি) ওপর সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক ও দেশীয়ভাবে তকমা লেগে আছে। আর এই সন্ত্রাসী দলের তকমা থেকে বের হওয়ার জন্য ভিশন-২০৩০ ঘোষণার মাধ্যমে ব্যর্থ চেষ্টা করছে বিএনপি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভিশন-২০৩০-এ যা আছে, তা সাড়ে ৮ বছর আগে আওয়ামী লীগের ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১-এ সবই আছে বলেও উল্লেখ করে হাছান মাহমুদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।