সোহরাওয়ার্দীর সমাবেশে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ৩১ আগস্ট ২০১৪

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে বসার জায়গা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট ধরে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছেন।

পরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শোকের মাস আগস্ট উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।