ভিশন-৩০ অর্জন কঠিন তবে অসম্ভব নয় : খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যে ভিশন-৩০ উপস্থাপন করলাম তা অর্জন করা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এ দেশটাকে উন্নত ও মর্যাদাবান হিসেবে পরিণত করার দায়িত্ব সবার। আশা করি, এই ভিশন বাস্তবায়নে দেশবাসীর সক্রিয় সমর্থনের পাশাপাশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহেরও সহযোগিতা পাবো। বুধবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভিশন ২০৩০ ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।
এর আগে ৩৭টি পয়েন্টের উপর দলের অবস্থান তুলে ধরেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপোষহীন ও সংগ্রামী ভূমিকা বিবেচনা করে দলমত নির্বিশেষে দেশের সব নাগরিক এই ভিশন বাস্তবায়নে সক্রিয় সমর্থন জানাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এর আগে সূচনা বক্তব্যে তিনি বলেন, যেকোনো দেশের জনগণ বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া এগুতে পারে না। দেশের ১৬ কোটি মানুষ স্বপ্ন দেখে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের। রাজনৈতিক দলের দায়িত্ব হল জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে ভবিষ্যতের দিনগুলোতে জাতিকে উন্নত সোপানের পথে পরিচালিত করা। এ পথ বাধা-বিঘ্ন মুক্ত নয়।
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে বিশেষজ্ঞ ও দলীয় পর্যায়ে ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রূপ প্রস্তুত করেছি। আপনাদের মতামত ও পরামর্শ সাপেক্ষে এটিকে আরও পরিশীলিত করার সুযোগ রয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে বিশ্বাস করি।
নির্বাচনকালীন সহায়ক সরকার অর্থ্যাৎ একটি যথার্থই নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ভিশন-৩০ বাস্তবায়ন করা হবে জানান তিনি।
খালেদা বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই হবে সব উন্নয়নের কেন্দ্রবিন্দু। যে সব বাধা জনগণের মেধা, শ্রম, উদ্যোগ এবং উৎসাহকে দমিয়ে দেয় সেগুলোকে দূর করে বিএনপি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ভিশন-৩০ প্রণয়ন করেছে।
এমএম/জেএইচ/এএইচ/এমএস