আজও ২৫ মিনিট বিলম্বে আসলেন খালেদা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১০ মে ২০১৭

ক্ষমতায় গেলে রাষ্ট্রপরিচালনা পদ্ধতি কী হবে সে বিষয়ে বিএনপির ‘ভিশন-২০৩০’নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর ওয়েস্টিন হোটেলের সংবাদ সম্মেলনস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে নির্ধারিত সময়ের আগেই আমন্ত্রিত অতিথি, দলের শীর্ষ নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন।

বিভিন্ন সময় দলের কর্মসূচি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ বিএনপিতে অনেক আগের। বিশেষ করে দলের চেয়ারপারসনের অনুষ্ঠানগুলো প্রায়ই বিলম্বে শুরু হয়, যা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা সমালোচনাও আছে।

বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার ঘোষণার কারণে ৩টার পর থেকেই আমন্ত্রিত অতিথিরা সংবাদ সম্মেলনস্থলে এসে হাজির হন। খালেদা জিয়া আসার আগেই কূটনীতিকরাও অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন।

সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষস্থানীয় নেতা ছাড়াও বুদ্ধিজীবী, কূটনীতিক ও বিভিন্ন পেশাজীবী নেতারা অংশ নেন। এছাড়া ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন।

এমএম/জেএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।