টানা ২ ঘণ্টা বক্তব্য রাখলেন অসুস্থ খালেদা জিয়া


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১০ মে ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এমন পরিস্থিতিতেও দলের সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। সোমবার পায়ের ব্যথা নিয়ে আদালতে হাজিরা দিলেও আজ কিছুটা সুস্থ বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার ওয়েস্টিন হোটেলে ‘ভিশন-২০৩০’ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টানা দুই ঘণ্টা বক্তব্য দেন তিনি। বিরতিহীন বক্তব্যে প্রায় ৪১ পৃষ্ঠা বক্তব্য পড়ে শোনান তিনি। অসুস্থ খালেদা জিয়ার সাহসী মনোবল দেখে বিস্ময় প্রকাশ করেছেন ওয়েস্টিনের সংবাদ সম্মেলনে অংশ নেয়া কয়েকজন নেতা।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, ম্যাডামের দৃঢ়চেতা মনোভাবের কারণে তিনি এখনও নিয়মিত গুলশান কার্যালয়ে বসতে পারছেন। টানা দুই ঘণ্টা বক্তব্য দেয়ার অনন্য নজির স্থাপন করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে সোমবার বিশেষ আদালতে হাজিরা দিতে গেলে খালেদার আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আদালতকে জানিয়েছিলেন, খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, আজ ভালো আছেন তিনি।

এদিকে ৩৭টি পয়েন্টের ওপর ৪১ পৃষ্ঠার ‘ভিশন ২০৩০’ শেষ করতে প্রায় দুই ঘণ্টা সময় নেন খালদা জিয়া। বিকেল ৪টা ৫৫ মিনিটে বক্তব্য পড়া শুরু করে ৬টা ৫৪ মিনিটে শেষ করেন তিনি। তবে সংবাদ সম্মেলন শেষে কোনো প্রশ্নের উত্তর দেননি খালেদা।

এমএম/জেএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।