খালেদার সামনেই পদবঞ্চিতদের বিক্ষোভ


প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৮ মে ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামনেই রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা। সোমবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন পদবঞ্চিতরা।

পদবঞ্চিতরা জানিয়েছেন, ২০১৬ সালের ৬ জানুয়ারি মাত্র ছয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করার পর ১৩ মাস অতিবাহিত হলেও এখনেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে একাধিকবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দেয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

বিক্ষোভে অংশ নেন- নূরুল আলম সোহেল, আরিফুর রহমান, শিমুল, রুহুল আমিন, মিজানুর রহমান মিজান, মাহফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ, ওবায়দুল্লাহ মানিক, নুরুল ইসলাম, রিয়াজুল হক, হামদে বারী আকরাম, ইফতে খায়রুল, মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন, সিয়াম, বায়জিদ মোস্তাকিনসহ প্রায় শতাধিক পদপ্রত্যাশী।

এর আগেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একাধিকবার নানা কর্মসূচি পালন করেছিলেন পদবঞ্চিতরা।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করার কারণ জানতে চাইলে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম জাগো নিউজকে বলেন, কেন্দ্রের কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছি। তারা যাচাই-বাছাই করেছেন। কমিটির অনুমোদন তো কেন্দ্র দেবে। এখানে আমাদের করার কিছুই নেই। হয়তো শিগগিরই দিয়ে দেবেন।

এ প্রসঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান জাগো নিউজকে বলেন, তিতুমীর কলেজে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছে ২০০২ সালে। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে সময় লাগছে। আমরা যাচাই-বাছাই করছি। যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার চেষ্টা করছি।

এমএম/বিএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।