নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ মে ২০১৭
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে দেশের রাজনীতিতে অনেক ঘটনা ঘটবে। অনেক দল ভাঙবে, গড়বে ও জোড়া লাগবে। এখনও দেড় বছর বাকি। এ সময়ে কত জল গড়াবে, দেখা যাক না।

তিনি বলেন, জোট থেকে জাতীয় পার্টিকে (জাপা) বাদ দিতে চায় না আওয়ামী লীগ। ২০১৪ সাল থেকে জাপা ঐকমত্যের সরকারে আছে। নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি। নতুন জোট মোটেই কোনো কূটকৌশলের অংশ নয়।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাপা থেকে মন্ত্রীরা চলে যাচ্ছেন- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রিপরিষদে পরিবর্তন আসবে। বহুদিন হলো মন্ত্রিপরিষদে রদবদল হয় না। তবে কারা আসবেন, এটা শুধু প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, এরশাদ যে জোট করেছেন ৫৮টি দল নিয়ে এটা একটা চমক। এ রকম চমক রাজনীতিতে থাকে। এরশাদ ঐকমত্যের সরকারে থাকবেন কি থাকবেন না, এই মুহূর্তে বলা যাচ্ছে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অবনতি ঘটার কোনো সম্ভাবনা নেই। 

সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে হবে বলে জানান তিনি।

এফএইচএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।