খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৮ মে ২০১৭

বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাবে বিএনপি।

তাই ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিতে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

এদিন বিকেলে ৫ টায় আমন্ত্রণপত্রটি আওয়ামী লীগের কাছে পৌঁছে দেয়া হবে বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিনিধিদলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কয়েকজন নেতা থাকবেন।

জাগো নিউজকে শহীদুল ইসলাম বাবুল জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমন্ত্রণপত্র দেয়া হবে।

এছাড়া অন্যান্য রাজনৈতিক দলকেও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।

দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে সম্প্রতি ভিশন-২০৩০ প্রণয়নের ঘোষণা দিয়েছে বিএনপি। এ উপলক্ষে বুধবার (১০ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে কী কী কাজ করব, ২০৩০ সালে কীভাবে আমরা দেশকে দেখতে চাই, সেই স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই- সে বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হবে।

এমএম/এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।