নয়াপল্টন কার্যালয়ে সংঘর্ষ, আহত ৩


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৮ মে ২০১৭

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস অফিসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

জাসাস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জাসাসের পদবঞ্চিত নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় অবস্থিত জাসাস অফিসে তালা লাগিয়ে দেন। এর এক ঘণ্টা পর সংগঠনের ঘোষিত মহানগর নেতাকর্মীরা তালা ভেঙে অফিসে প্রবেশ করেন।

খবর পেয়ে সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা পুনরায় কার্যালয়ে গিয়ে মহানগর নেতাকর্মীদের জাসাস কার্যালয় থেকে বের করে দেন।

দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মহানগর জাসাসের তিন নেতা আহত হন বলে জানা গেছে। তবে আহতদের নাম জানা যায়নি।

এদিকে গত শনিবার রাতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার অফিসে তালা লাগিয়েছিলেন পদবঞ্চিতরা।

জাসাসের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯ জানুয়ারি ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সাড়ে তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার উদ্যোগ নেয়া হয়নি। তাই পদবঞ্চিতদের নতুন কমিটিতে স্থান দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কার্যালয়ে তালা লাগানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নয়াপল্টনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।