বিএনপির বড় সমস্যা তারেক : এরশাদ


প্রকাশিত: ০১:২১ পিএম, ৩০ আগস্ট ২০১৪

তারেক রহমানই হল বিএনপির বড় সমস্যা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বিকেলে সোনারগাঁয়ের আমিনপুর মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানই হল বিএনপির বড় সমস্যা। বিএনপি ক্ষমতায় আসলে তারেকই হবে প্রধানমন্ত্রী। কিন্তু দলের কেউই তারেককে চায় না।

এরশাদ বলেন, ২০০৮ সালের জানুয়ারির নির্বাচনের আগে তারেক রহমান বলেছিল আমার কোমরে রশি বেঁধে আমাকে লাঠিপেটা করবে। খালেদা জিয়া বলেছিল আমার ঠিকানা হবে জেলে। তারা মনে করেছিল আমি জীবিত বের হয়ে আসতে পারবোনা।

তিনি বলেন, তারা বলেছিল জেল থেকে আমার লাশ বের হবে। কিন্তু আমি লাশ হইনি। আমি জীবিত হয়ে রাজনীতির মাঠে ফিরে গিয়েছি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর আপনারা দেখেছেন তারেক রহমানের বর্তমানে কি অবস্থা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও পার্টির ভাইস চেয়ারম্যান মশিউর রহমান রাঙা, সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।