বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৭ মে ২০১৭
ফাইল ছবি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী ১০ মে ভিশন-২০৩০ নিয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের চলমান সাংগঠনিক কার্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এমএম/এমএমজেড/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।