ফেসবুক ব্যবহারে এমপিদের প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ
ফেসবুক ও টুইটারের মাধ্যমে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে দলীয় এমপিদের প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ।
আগামী ৭ মে (রোববার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এ সুফল দেশের প্রতিটি মানুষই ভোগ করছে। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক সংসদ সদস্যকেই প্রযুক্তিগত দিক ভালোভাবে জানতে হবে। তারা যদি জনগণকে না বোঝাতে পারেন তাহলে এটা হবে দুর্ভাগ্যজনক।
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনটি ধাপে দলের সব এমপিকে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার কিভাবে চালাতে হয় সেগুলো শেখানো হবে। কী কী ধরনের পোস্ট জনগণের উদ্দেশ্যে দেয়া হতে পারে সেগুলোর বিষয়েও আলোচনা করা হবে।
এএসএস/জেএইচ/ওআর/পিআর