খালেদার শততম টুইটে পরীক্ষার্থীদের অভিনন্দন


প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৪ মে ২০১৭

মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটারে’ টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের পর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি এ টুইট করেন।

টুইটে সাবেক এ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন। জীবনের পরবর্তী ধাপে তোমাদের (পরীক্ষার্থীদের) যাত্রা আরও সফল হোক।’

গত বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন টুইটার অ্যাকাউন্ট খোলেন খালেদা জিয়া। আজ এ বার্তার মাধ্যমে তিনি ১০০টি টুইটের মাইল ফলক স্পর্শ করলেন।

বিভিন্ন জাতীয় ইস্যু ও দিবসে খালেদা জিয়া নিয়মিত টুইট করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কর্তৃপক্ষ খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টকে ভেরিফায়েড মর্যাদা দেয়।

এমএম/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।