বিজয়নগরে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৩ মে ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।

বুধবার দুপুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে বিজয়নগর মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

ছাত্রদল মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব জয়, পূর্বের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুন্নবী, যুগ্ম সম্পাদক বি আজাদ নাহিদ, ছাত্রদল নেতা কাজী মহিউদ্দিন, মামুন, হীরা, আল আমিন, শাকিল, প্রিন্স, আরাফাত, রাজীব, সাইফুল, শাকিল, রাফিজ প্রমুখ।

এমএম/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।