তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০২ মে ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ৩ মে বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কর্মসূচি যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমএম/জেডএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।