৭ মে নতুন জোট আনছেন এরশাদ


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০১ মে ২০১৭
ফাইল ছবি

জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ সপ্তাহেই জোটের আত্মপ্রকাশ হবে। নতুন জোট আত্মপ্রকাশের আনুষ্ঠানিক দিনটি আজ  দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই জানালেন। সেই দিনটি হলো আগামী ৭ মে। এ জোটে মোট কয়টি দল যোগ দিচ্ছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি এরশাদ। তবে বললেন, অনেক দল যোগ দেবে।

মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সমাবেশে এরশাদ এই দিনক্ষণের কথা জানান। জাতীয় শ্রমিক পার্টি এই সমাবেশের আয়োজন করে।

আগামী জাতীয় নির্বাচনে এই জোট অংশগ্রহণ করবে এমন ইঙ্গিত দিয়ে এরশাদ বলেন, এ জোট ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

জাতীয় পার্টি কি বিরোধী দল নাকি সরকারি দল এই বিতর্কের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা তো পরিচয়হীন। আমাদের কী পরিচয়? আমরা কি বিরোধী দল, না সরকারি দল? আমাদের পরিচয় প্রথমে ফিরিয়ে আনতে হবে। যদি আমরা পরিচয় সঠিকভাবে তুলে ধরতে পারি, সত্যিকারের বিরোধী দল হতে পারি, আগামীতে ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখতে পারি।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।