‘দেশের সবচেয়ে বড় শত্রু জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী’


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ মে ২০১৭

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি ও তেঁতুল হুজুর গোষ্ঠী দেশ, নারী ও শ্রমিকের সবচেয়ে বড় শত্রু।’

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যমুক্ত সমাজ গড়তে শ্রমিকবান্ধব রাজনীতি ও অর্থনীতি চর্চার প্রতি আহ্বানও জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকস্বার্থ রক্ষায় ঐক্য রাখা আর জঙ্গিদমনের যুদ্ধে শ্রমিক, কর্মচারী, মজুরসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ সামনে থাকতে হবে।

সমাবেশে সভাপতির ভাষণে শ্রমিক জোটের সভাপতি ও সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। শ্রম আইন বাস্তবায়ন ও কল-কারখানা পরিদর্শনে সরকারের জোরদার ভূমিকার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ মহানগর-উত্তরের সভাপতি মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ।

এমএসএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।