ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০১ মে ২০১৭

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘সকল শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’

সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর মতিঝিলস্থ বিমান ভবন সংলগ্ন বলাকা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহজাহান খান বলেন, ‘নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি ন্যায়সঙ্গত। শ্রমিকদের জন্য শ্রম আইন সংশোধনী, কর্মস্থলে দুর্ঘটনাসহ ক্ষতিগ্রস্থ হলে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ বর্তমান সরকার জাতীয় নিরাপত্তা বলয়ে আনতে আন্তরিকভাবে কাজ করেছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার কিংশুক হোসেন প্রমুখ।

এ ছাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

এমএসএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।