পাক বোলিং নিয়ে তামিম-ইমরুলের ছেলেখেলা : আনন্দবাজার


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০২ মে ২০১৫

পাকিস্তানের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতেছে বাংলাদেশের দুই ওপেনার। বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদক প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তামিম ইকবাল আর ইমরুল কায়েস দুই বাঁ-হাতির অপরাজিত সেঞ্চুরির দাপটে প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ প্রথম ইনিংসে প্রায় তিনশো রানে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ম্যাচ কেবল সম্মানজনক ড্র রাখার দারুণ সম্ভাবনাই জাগিয়েছে তা  নয়, যে কোনও উইকেটে বাংলাদেশের নতুন টেস্ট রেকর্ডও গড়েন।

এ দিন মিসবাহদের প্রথম ইনিংস প্রতিপক্ষের ৩৩২ এর জবাবে ৬২৮ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬১ ওভারেই বাংলাদেশ বিনা উইকেটে ২৭৩ রান তুলে ফেলে। ওভার পিছু প্রায় সাড়ে চার রানরেটে। তামিম ১৩৮ নটআউট। ইমরুল পার্টনারের চেয়ে মাত্র ছয় রান কম-১৩২ ব্যাটিং। জুনাইদ, ওয়াহাবের পেস কিংবা হাফিজ, ইয়াসিরের স্পিন কিছুই করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটির। তামিম-ইমরুলের পার্টনারশিপ এখনই ভেঙে দিয়েছে ২০১৩-এ গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আশরাফুল-মুশফিকুরের পঞ্চম উইকেটে ২৬৭ রানের যে কোনও উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট পার্টনারশিপের পূর্বতন রেকর্ড। একই সঙ্গে তামিম সপ্তম টেস্ট সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরির নয়া মালিক বনেছেন আশরাফুলকে (৬) টপকে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।