দুর্গতদের নিয়ে রাজনীতি করবেন না : হানিফ


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, হাওরের দরিদ্র ও দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি করবেন না। সম্ভব হলে তাদের পাশে দাঁড়ান।

শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এ সরকার জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহ প্রশসংসার দাবি রাখে। অথচ তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিএনপি নেতাদের বলি, এসব নিয়ে রাজনীতি করলে জনগণ মেনে নেবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। সে নির্বাচনে না এলে অতীতের মতোই ভুল হবে। সে ভুলের খেসারত অন্যরা দিবে না বিএনপিকেই দিতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর, সমিতির মহাসচিব আবদুর রউফ, বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক এম এ সালাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।