জিয়ার সমাধি ভাংচুর দুরভিসন্ধিমূলক : প্রিন্স


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩০ এপ্রিল ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাংচুর দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ ঘটনাকে তিনি ষড়যন্ত্রমূলক বলেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সমাধি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের অনুসারী হিসেবে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই সমাধিতে চলে এসেছি। বিয়ষটি আমার কাছে অবাক করার মতো। জিয়ার সমাধি এলাকা অনেক প্রোটেকটিভ এরিয়া। কিন্তু তারপরও এরকম ঘটনায় আমি ক্ষুদ্ধ ও মর্মাহত হয়েছি।

এই ঘটনার তদন্ত করা উচিত দাবি করে তিনি বলেন, সমাধি ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে শাস্থি দিতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার উপর হামলা করা হয়েছে। এখন নির্বাচন শেষে জিয়াউর রহমানের সামধি ভাংচুর করা হল। সব ঘটনা একই সূত্রে গাথা কিনা তা যাচাই করতে হবে।

#জিয়ার সমাধি ভাঙচুর
#জিয়ার সমাধি মেরামত করা হয়েছে

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।