তারেক রহমান ফেরারী আসামি : হানিফ


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৮ আগস্ট ২০১৪

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বাঁচার কোনো রাস্তা নেই বুঝতে পেরেই তারেকের পাগলামী বেড়েছে।’

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওই সভার আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছিল দাবি করে হানিফ বলেন, ‘আগস্ট মাসেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকসহ দলটির নেতাদের পাগলামী বাড়ছে। কারণ তারা বুঝতে পেরেছেন ২১ আগস্টের এই হামলা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। বিএনপি নেত্রী খালেদা জিয়াও এই মামলার দায় এড়াতে পারেন না।’

হানিফ দাবি করেন, বিএনপি নামক দলটি পাকিস্থান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই’র তৈরি। এখনও তাদের নিদের্শেই চলছে এই দল। বিএনপির সকল কার্যক্রম আইএসআই দ্বারা নিয়ন্ত্রত।

আইএসআই নতুন করে চক্রান্ত শুরু করেছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘তারা ৭১ পরবর্তী সময়ে যেভাবে তৎকালীন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে নানা মিথ্যা গুজব রটিয়েছে। বর্তমানেও তারা তারেক রহমানকে দিয়ে কথা বলাচ্ছে।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে হানিফ বলেন, ‘তারেক রহমান একজন ফেরারী আসামি। যিনি চিকিৎসার নামে বিদেশে পালিয়ে আছে। গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে তার কোনো বক্তব্য যেন আপনারা (সংবাদিকরা) প্রচার না করেন।’

তিনি বলেন, ‘আজকে অনেক রাজনৈতিক নেতারা বলছেন তারা ওই সময় ভুল করেছিলেন। কিন্তু তাদের ভুলের কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছিল।’

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ‘ইদানিং বঙ্গবন্ধুকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিব বলে সম্বোধন করছেন। তার মা বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের চুপ বেয়াদব বলেছিলেন। আমার মনে হয় খালেদা জিয়ার নিজের ছেলেকে চুপ বেয়াদব বলার সময় এসে গেছে।’

সভায় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত ঊল্লা। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।