সন্ত্রাস ও চাঁদাবাজি বরদাশত করব না : আ.জ.ম নাছির


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন। আমার নাম ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তা বিছুতেই বরদাশত করবো না। নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মা হচ্ছেন আমার প্রাণের স্পন্দন। ১৯৭২ সালে যখন আমি নবম শ্রেণিতে পড়ি তখন আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মা তিলে তিলে কষ্ট সহ্য করে আমাকে গড়ে তুলেছেন। মানুষের কল্যাণে কাজ করার ব্রত দিয়েছেন। সহ্য করছেন অনেক কষ্ট। আর মায়ের স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভালোবাসা আমাকে এ স্থানে পৌঁছে দিয়েছে।

নগরবাসীর ভালোবাসা আমার সঙ্গে ছিল। আর জনগণের অগণিত ভালোবাসার বহিঃপ্রকাশ নির্বাচনের মাধ্যমে ফুটে উঠেছে। আমি নগরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

নাছির বলেন, আমি যখনই কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি মন প্রাণ দিয়ে সেই প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সেই আস্থার মূল্য আমি রাখবো।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।