প্রথম ইনিংসে ৩০০ রানই যথেষ্ট : মমিনুল
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করা মমিনুল মনে করেন, ‘খুলনার উইকেট কিছুটা কঠিন। তাই প্রথম ইনিংসে ৩০০ রান বাংলাদেশের জন্য যথেষ্ট।’
বাংলাদেশ ইনিংসের তিন নম্বরে ব্যাটিং-এ নেমে দিনের শেষ ওভার পর্যন্ত নিজের দক্ষতা দেখান মমিনুল। কিন্তু শেষ ওভারের পঞ্চম বলে আউট হয়ে নিজের ঝলমলে ইনিংসটাকে ৮০ রানের বেশি এগিয়ে নিতে পারেননি তিনি। তাই মমিনুলের ৮০, ইমরুল কায়েসের ৫১ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৯ রানের কল্যাণে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। তাই ৩ শতাধিক বা তার চেয়ে বেশি স্কোর করার পথ তৈরি হয়েছে টাইগারদের।
তবে এই উইকেটে ৩শ’ রানই যথেষ্ট বলে মনে করেন মমিনুল। তিনি বলেন, ‘আমাদের বোলাররা এ উইকেটে পাকিস্তানের চেয়ে ইনশাল্লাহ ভালো করবে। প্রথম ইনিংসে ৩০০ রান বাংলাদেশের জন্য যথেষ্ট।’
দিনশেষে নিজের আউটকে দুর্ভাগ্যজনক বলে আক্ষেপ করে মমিনুল বলেন, ‘আমি আউট না হলে বাংলাদেশের সংগ্রহ আরো বেশি আশা করা যেত। আমার উইকেট পাকিস্তানের জন্য বোনাস। ওই বলটি খেলা নিয়ে আমার মধ্যে দু’রকম চিন্তা ছিল। শেষমেষ একটানা খেলার পর মনোযোগ হারানোয় এমনটি হতে পারে।’
শেখ আবু নাসের এর মাঠে বাউন্স কম হচ্ছে উল্লেখ করে মমিনুল বলেন, ‘কাল যতদূর সম্ভব সারাদিন আমরা ব্যাট করবো এবং ৩০০ বা তার বেশি রান তোলার চেষ্টা করবো। মুশফিকসহ আমাদের দলে আরো ভাল কয়েকজন ব্যাটসম্যান রয়েছে। উইকেটে থাকা গেলে রান করা যাবে।
পাকিস্তানের বোলিং লাইন আপ ভালো খেলে প্রথমদিনে ৪ উইকেট নিতে পেরেছে তবে ওয়াহাব এর বোলিং-এর প্রশংসা করেন তিনি।
একে/পিআর