সংবাদ সম্মেলনে যা বললেন আফরোজা আব্বাস (ভিডিও)


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

অনিয়ম, কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, দক্ষিণের ৫৮টি ওয়ার্ডের দুই একটি ছাড়া সব কেন্দ্রেই জাল ভোট দেওয়া হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র দখলের অভিযোগ পেয়ে সরেজমিনে দেখতে গেলে আমিসহ (আফরোজা আব্বাস) আমার সঙ্গে থাকা মিডিয়া কর্মীরা লাঞ্ছিত হয়েছে। অনেক মিডিয়া কর্মী এসব চিত্র ভিডিও করায় তাদের ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। আমিসহ অনেক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সকাল থেকেই কোন এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নি। কেন্দ্রের প্রতিটি গলি প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা সকাল থেকেই দখলে রাখে। একটি কেন্দ্র থেকে ১০ জন এজেন্টের মধ্যে ৯ জনকেই গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

রাস্তায় সাধারণ  মানুষ ভোট দিতে যাওয়ার আগ্রহের কথা জানালেও তারা ভোট দিতে পারেন নি। কেননা তাদের ভোট আগেই দিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

অনেক কেন্দ্র থেকে আওয়ামী সন্ত্রীরা ব্যালট পেপার ও ভোটার লিস্ট ছিনতাই করেছে  প্রিসাইডিং অফিসার তাকে জানিয়েছেন বলে জানান তিনি।



এআর,এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।