চট্টগ্রামে ২০ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৭ আগস্ট ২০১৪

বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে নগরীর ইপিজেড মোড় এলাকা থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বিরোধী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এম কে আনোয়ারের নেতৃত্বে নগরীর সাতটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতা-কর্মীরা গণসংযোগ কর্মসূচি পালন করবে।

সন্ধ্যা ৬টা নগরীর সিনেমা প্যালেস চত্বরে গণসংযোগের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এ কর্মসূচির। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় বড়পোল, বেলা ১২টায় কদমতলী শুভপুর বাস স্ট্যান্ড, বিকেল ৩টায় অলংকার মোড়, ৪টায় অক্সিজেন ও বিকেল ৫টায় বহদ্দারহাট মোড়ে গণসংযোগ অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা সকাল থেকে বিভিন্ন গণসংযোগ পয়েন্টগুলোতে সমবেত হতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ইপিজেড মোড়ের গণসংযোগ কর্মসূচি বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়। গণসংযোগ কর্মসূচি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত রয়েছেন।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।